পিপিই পরিহিত ছদ্মবেশী প্রতারক থেকে সতর্ক থাকুন : ডিসি কামাল হোসেন
করোনা রোগীর খোঁজে পিপিই, রেইনকোট, মাস্ক, চশমা, এন্টিভাইরাস ক্যাপ সহ অন্যান্য প্রটেকশন সামগ্রী পরিধান করে করোনা রোগী খোঁজা, টেস্টের জন্য শরীরের স্যাম্পল কালেকশন ইত্যাদি অজুহাতে ছদ্মবেশে বাড়িতে ঢুকে অপরাধকর্ম সংগঠনের আশংকা রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেইসবুক পেইজে শনিবার ১৮ এপ্রিল প্রদত্ত স্ট্যাটাসে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ আহবান জানান।
জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে লকডাউন (Lockdown) চলা অবস্থায় অপরাধীরা বিভিন্ন কায়দায় অপরাধ কর্ম করতে পারে। এ অবস্থায় পিপিই পরিহিত ছদ্মবেশী দুষ্কৃতকারীদের বাসা-বাড়ীতে ঢোকার চেষ্টা করলেই তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আগে নিকটস্থ থানা, ইউএনও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ, জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ, সিভিল সার্জনের নিয়ন্ত্রণ কক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে।
এ ধরণের কেউ বাড়িতে গেলে সুনিশ্চিত নাহয়ে বাড়ির দরজা খোলা যাবেনা। এ ধরনের ছদ্মবেশী দুষ্কৃতকারী প্রতারক থেকে সতর্ক থাকতে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জেলার সকল নাগরিকের প্রতি অনুরোধ জানিয়েছেন।