ফটিকছড়িতে শিশুকে পেট কেটে হত্যা
ফটিকছড়িতে আব্দুল্লাহ আল দিহান (৪) নামে এক শিশুকে পেট কেটে হত্যা করা হয়েছে।
আজ ২৬ এপ্রিল (রবিবার) দুপুরে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী আবুল হোসেন বাড়ী প্রকাশ কালু বাপের বাড়িতে ঘটনা ঘটে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ বিকেল সাড়ে চারটার দিকে নিহতের নিজ বাড়ির ঘরের পেছন থেকে লাশ উদ্ধার করে।
নিহত দিহান পাইন্দং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাজী আবুল হোসেন বাড়ীর প্রবাসী দিদারুল আলমের একমাত্র পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নিহত দিহান নিখোঁজ হন। ঠিক নিখোঁজের এক ঘন্টা পর দিহানের ঘরের পেছনে লাকড়ির ঘর থেকে পেট কাঁটা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উদ্ধার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ-আল-মাসুম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কিছু আলামত ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তদন্তের কাজ দ্রুত চলছে। হত্যাকারীকে দ্রুত শনাক্ত করতে পারবো বলে আশা করছি।