উখিয়া উপজেলায় হানা দিল করোনা নতুন শনাক্ত ২
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে সোমবার ২৭ এপ্রিল ১২২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৬ জন পজেটিভ পাওয়া গেছে। যার মধ্যে উখিয়া উপজেলার দুইজন।বাকী১১৬ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে। শনাক্তকৃত ২ মধ্যে এক জন উখিয়ার হাজীর পাড়ার মহিলা বানু ,অপর জন কোটবাজার তুতুরবিলের শাহ আলম।
উল্লেখ্য যে,সোমবার পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ জন। তারমধ্যে মহেশখালীতে ৯ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে ২জন, রামুতে ১ জন, উখিয়াতে ২ জন।