শনিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে দেখা যায় গোল চিহ্ন’র মধ্যে সেন্ডেল/জুতা রেখে চলছে জায়গা দখল। একই সাথে কেউবা আবার বাজারের ব্যাগ দিয়ে রেখেছেন। তবে ক্রেতারা লাইনে সামাজিক দূরুত্ব মানলেও খোস গল্প করার সময় মানছেনা দূরুত্ব। এতে লঙ্ঘিত হচ্ছে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি। বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। অটোভ্যান চালক হযরত আলী বলেন, কয়েক দিন ধরে লাইনের শেষে দাঁড়িয়ে থেকে ট্রাক পর্যন্ত যাওয়ার আগেই পণ্য শেষ হয় যাচ্ছে। শনিবার সকালে এখান দিয়ে যাওয়ার সময় দেখি লোকজন সেন্ডেল দিয়ে লাইনের স্থান আগেই দখল করছে। এ অবস্থা দেখে আমিও একটা সেন্ডেল রাখলাম রাখলাম। কলেজপাড়ার লিমা খাতুন বলেন, গতকাল এখানে এসেই দেখি লম্বা লাইন। আর শুনি সবাই নাকি ভোর রাত থেকে লাইন দখল করে রাখে। তাই আজ ভোরে বের হয়ে আসলাম। আর দেখি অনেকেই সেন্ডেল সাজিয়ে রেখেছেন। আমিও তাই সাজিয়ে রাখলাম।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বিডি২৪লাইভকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাদা রং দিয়ে গোল বিত্ত করা হয়েছে। যাতে ক্রেতারা টিসিবি পণ্য সামাজিক দূরুত্ব বজায় রেখে কিনতে পারে।