সিগারেটের ধোঁয়া ছড়ানোকে কেন্দ্র করে জোড়া খুন, আটক ৩
সীতাকুণ্ডে সিগারেটের ধোঁয়া ছড়ানোকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সীতাকুণ্ড উপজেলার ভূঁইয়া পাড়া এলাকার আইনুল হুদার ছেলে বাহার হোসেন, মোহাম্মদ শাহজাহানের ছেলে আশিকুল ইসলাম এবং দুহাজী পাড়া এলাকার ফারুক ড্রাইভারের ছেলে মোহাম্মদ হোসেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর(ক্রাইম) আবুল কালাম আজাদ বলেন, সকাল থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিগারেটের ধোঁয়া ছড়ানোকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করলে মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন নামে দুই কিশোর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত জাহিদ পূর্ব আমিরাবাদ গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে এবং শাহিন ভূঁইয়া পাড়া গ্রামের মোহাম্মদ সুজনের ছেলে।