গাজীপুরের টঙ্গী এরশাদ নগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই ছুরিকাঘাতে খুন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এরশাদ নগর ৫নং ব্লক এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় একজনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত ওমর ফারুক (৩৫) টঙ্গীর এরশাদ নগর এলাকার ৫নং ব্লকের মৃত সোনা মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে দুজনের মধ্য কথা কাটা কাটি হয় একপর্যায়ে ছোট ভাই রবিউল সাথে থাকা সুইজগিয়ার চাকু দিয়ে বড় ভাইকে হত্যা করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আমিনুল ইসলাম জানান,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। ঘটনার পর তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।