পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ধনিপাড়া এলাকায় শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা এএসএম রাজিউল করিম রাজু সময় সংবাদকে জানান, পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ধনিপাড়া এলাকার শ্বাসকষ্ট নিয়ে এক কিশোর ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। তার আগে থেকে তার নানা রকম স্বাস্থ্য সমস্যা ছিল। ওই কিশারের দাফন সম্পন করা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা তার নমুনা সংগ্রহ করেছি এবং মঙ্গলবার সকালে রংপুর মেডিকেলে তার নমুনা পাঠানা হবে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে আসলে সে আক্রান্ত ছিল কিনা।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সলেমান আলী জানান, বোদা উপজেলার ধনীপাড়া এলাকায় শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে তাদের বাড়ি পর্যবেক্ষণে রাখা হয়েছে।