গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সতর্কতা
ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার গুগল ক্রোম নতুন একটি আপডেট এনেছে। তবে ২০০ কোটি ব্যবহারকারীর নিরাপত্তা নিয়ে ওঠা কোনো বিতর্কের সমাধান করতে পারেনি এই আপডেট। বরং ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।
উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি বেশি হচ্ছেন, এমনটাই জানালেন নিরাপত্তা বিশেষজ্ঞ শোপোস। এরপর গুগল নিরবেই সমস্যাটি নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে।
জানা গেছে, উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সের জন্য গুগল 81.0.4044.113 সংস্করণটি নতুন আপডেট এনেছে। গুগলের এক ব্লগ পোস্টে এটির কোডনেম (CVE-2020-6457) প্রকাশ করা হয়েছে। মজার বিষয় হলো, গুগল এই আপডেটের বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।
ক্রোমের সংস্করণটি দেখতে ব্রাউজার ওপেন করে উপরে ডানদিকে তিনটি ডট চিহ্ন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখান থেকে Help > About এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন। যদি না পেয়ে থাকেন তাহলে আপনার ব্রাউজারটির আপডেট করে নিন।