আসন্ন রমজানে তারাবি নামাজ মসজিদের পরিবর্তে বাসায় আদায়ের ব্যবস্থা করতে এলাকারমুসল্লিদের জন্য সরাসরি টেলিভিশনে তারাবি নামাজ সম্প্রচারের উদ্যোগ নিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
সৌদির গ্র্যান্ড মুফতিও মানুষজনকে ঈদ এবং তাবারীর নামাজ বাড়িতে আদায় করতে বলেছেন।আমরাও এ ব্যাপারে আগাম চিন্তা করে রাখছি।তিনি বলেন, আমার এলাকায় বড় ক্যাবল নেটওয়ার্ক যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি
আসন্ন রমজানে আমরা টেলিভিশনে সরাসরি তারাবী নামাজ সম্প্রচার করবো।এলাকায় যারা আছেন, বাড়িতে বসে যদি টেলিভিশনের মাধ্যমে ইমামকে ফলো করতে চান,সেভাবে আদায় করতে পারবেন