চকরিয়া উপজেলার নতুন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ
কক্সবাজারের চকরিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সৈয়দ শামসুল তাবরীজ। রোববার ১৯ এপ্রিল রাতে তিনি সদ্য বিদায়ী ইউএনও নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান এর কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহন করেছেন। এরআগে দিন দুপুরে নতুন ইউএনও শামসুল তাবরীজকে বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
জানা গেছে, চলতিবছরের ২৯ জানুয়ায়ী চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রন্জন সাহা স্বাক্ষরিত আদেশে সৈয়দ শামসুল তাবরীজকে চকরিয়ার ইউএনও হিসেবে পোষ্টিং দেন। একই আদেশে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়।
তাঁর আগে ২৬ জানুয়ারী ইউএনও সৈয়দ শামসুল তাবরীজকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে কুমিল্লার বুড়িচং উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়। এর তিন পর ২৯ জানুয়ারি চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রন্জন সাহা স্বাক্ষরিত অপর প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করে নতুন কর্মস্থল চকরিয়া উপজেলায় পদায়ন করেন।
প্রসঙ্গত: চকরিয়ার নতুন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ এর আগে খাগড়াছড়ির পার্বত্য জেলায় ইউএনও সদর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯শে আগষ্ট তিনি বদলী হয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার তৃতীয় ইউএনও হিসেবে যোগদান করেন।
নবাগত ইউএনও সামসুল তাবরীজের গ্রামের বাড়ি ফেনী হলেও বড় হয়েছেন চট্টগ্রামে। পড়াশোনা করেছেন নগরীর নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয় ও ইস্পাহানি স্কুল এন্ড কলেজ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সৈয়দ শামসুল তাবরীজ ৩০তম বিসিএসের মেধাবী কর্মকর্তা। ২০১২ সাল হতে ২০১৫সাল পর্যন্ত তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন।