করোনা পরিস্থিতিতে গৃহবন্দী মানুষের মধ্যে ব্র্যাকের নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে গৃহবন্দী মানুষের মধ্যে ব্র্যাক এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের বিভিন্ন স্থানে দেড় হাজার অসহায় মানুষের মধ্যে ১লক্ষ ২০ হাজার নগদ টাকা প্রদান করেন।
ব্র্যাক এ সংকটকালীন সময়ে সরকারের পাশে থেকে মোট ১লক্ষ অসহায় পরিবারের মধ্যে ১৫ কোটি টাকা প্রদান করছেন। এসময় উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার খুরশিদা বেগম, ব্র্যাকের পক্ষে ছিলেন মোঃ আলি আজম প্রমুখ।