করোনাতাংকের মধ্যে সকালে সড়কে ঝড়ে গেল ৩ প্রাণ
দেশ জুড়ে চলছে করোনাতাংক। বন্ধ রয়েছে সব রকম গণপরিবহন। তবে জরুরি প্রয়োজীয় যানবাহন চলছে। এরমধ্যেই কয়েকদিন ধরে ট্রাকের সাথে সংঘর্ষে বেশ কিছু প্রাণহানীর ঘটনা ঘটেছে।
রংপুরের পাগলাপীর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হবার খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রর্তক্ষ্যদর্শীদের বরাত দিতে রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিডি২৪লাইভকে জানান, রবিবার সকাল ৭টার দিকে রংপুর থেকে একটি ট্রাক দ্রুত গতিতে দিনাজপুরের দিকে যাওয়ার সময় রংপুরের পাগলাপীর নামক স্থানে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।