প্রাণীদের উপর করোনার ভ্যাকসিন পরীক্ষা সফল।
সম্ভবত করোনার উত্তর মিলতে চলেছে।
সাফল্য এলো করোনা ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষাতে। লকডাউন, সোশ্যাল ডিসট্যান্সিং- এসবের ফলে করোনাভাইরাসকে থামানো গেছে,একথা বলা যাবে না। বিজ্ঞানীরা জানাচ্ছিলেন,করোনার একমাত্র উত্তর তার ভ্যাকসিন।
সেই পরীক্ষা-নিরীক্ষায় প্রাথমিক সাফল্য এলো।
জানা গেছে প্রাণীদের ওপর করোনা ভ্যাকসিনের যে পরীক্ষা করা হয়েছিল,তা সফল হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে,
গোটা বিশ্ব জুড়ে করোনাভাইরাসের মোকাবিলায় প্রায় ৭০টি ভ্যাকসিনের ওপর কাজ চলছে।
এর মধ্যে ৩টি মানব শরীরে পরীক্ষা হবে।
রিপোর্ট বলছে, চীনা গবেষকরা ইতিমধ্যেই বাঁদর ও ইঁদুরের ওপর যে ভ্যাকসিনের পরীক্ষা করেছিলেন, তা সফল হয়েছে। SARS-CoV-2-এর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে ভ্যাকসিনটি। bioRxiv নামে এক জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য।
দুটি ভিন্ন ডোজে এই ভ্যাকসিনের পরীক্ষা চলে।
৩ ও ৬ মাইক্রোগ্রাম ভ্যাকসিন ইঁদুর ও বাঁদরদের দেওয়া হয়।
জানা গেছে.
শুধু করোনা ভাইরাস নয়, কমপক্ষে আরও ১০ রকমের ভাইরাস নির্মূল করতে সক্ষম এই ভ্যাকসিন।
এদিকে, এবার করোনাভাইরাসের ভ্যাকসিন ট্রায়াল শুরু হতে চলেছে, এমন সুখবর জানাচ্ছে ব্রিটেন সরকার।
করোনার ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষা করতে চলেছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা।
আশা করা যাচ্ছে এতে নির্মূল হবে করোনাভাইরাস। এটির নাম ChAdOx1 nCoV-19।
সুত্র: বাংলাদেশ প্রতিদিন ( জাতীয় পত্রিকা)।