২০১৩ সালে করোনা পূর্বাভাস দিয়েছিল ""সিআইডি""
আপনি কি জানেন, ভারতে দীর্ঘদিন ধরে সম্প্রচার হওয়া জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সিআইডি’র একটি পর্বে দ্রুত ছড়ানো ভাইরাস সম্পর্কে আগেই জানানো হয়েছিল? ২০১৩ সালে সম্প্রচার হয় ‘দ্য কেস অব দ্য ডেডলি ভাইরাস’ (খতরনাক ভাইরাস কা রহস্য) পর্বটি। সেখানে হাঁচি-কাশি ও করমর্দন সম্পর্কেও বলা হয়েছিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা শিবাজি সতম, যিনি এসিপি প্রদ্যুমনের ভূমিকায় অভিনয় করেছেন, তিনি বর্তমান করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে ওই পর্বের কথা স্মরণ করেছেন।
মুম্বাই মিররকে শিবাজি বলেছেন, “‘সিআইডি’-তে আমার অন্যতম স্মরণীয় পর্ব ‘দ্য কেস অব দ্য ডেডলি ভাইরাস’।”
মুম্বাই মিররকে শিবাজি বলেছেন, “‘সিআইডি’-তে আমার অন্যতম স্মরণীয় পর্ব ‘দ্য কেস অব দ্য ডেডলি ভাইরাস’।”
শিবাজি বলেন, ‘বর্তমান মহামারির সঙ্গে অনেক সাদৃশ্যই রয়েছে, সেখানে অজানা এক ভাইরাসের হুমকির মুখোমুখি হয়েছিল মানুষ। সেটা সামলাতে আমাদের মাস্ক ও শরীর ঢাকার পোশাক পরতে হয়েছিল।’ ওই শোতে দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম ভাইরাসের কথা বলা হয়েছিল বলে জানান শিবাজি।