হোয়াইক্যংয়ে দূর্বৃত্তের হামলায় সিএনজি চালক নিহত
টেকনাফের হোয়াইক্যংয়ে দূর্বৃত্তের মামলায় সিএনজি চালক নিহত হয়েছে। নিহত মোঃ আব্দুল্লাহ প্রকাশ বাবু (২৩) হোয়াইক্যং মাঝর পাড়ার আব্দুল মোনাফের ছেলে।
এসময় জনতার সহায়তায় হামলাকারীদে মধ্য থেকে হোয়াইক্যং এলাকার মোঃ হোছাইন নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, ৩ মে বিকাল ৫ টার দিকে হেলাল (২৪) নামের হোয়াইক্যং তুলাতুলি এলাকার জনৈক ব্যক্তি মদ খেয়ে মাতলামি করলে নিহত আব্দুল্লাহ বাবু(২৩) তাকে বাঁধা দিয়ে রমজানে পাগলামি করতে নিষেধ করলে সন্ত্রাসী হেলাল তার সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতি হলে নিহতের বড় ভাই এসে উভয়কে শান্ত করে যার যার বাড়ীতে তাড়িয়ে দেয়।
পরবর্তীত হেলাল ও অজ্ঞাত ১০/১২ জন স্বসস্ত্র লোক আব্দুল্লাহর বাড়িতে এসে হাঁকা বকা শুরু করলে নিহত আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে ঘটনা কি জানতে চাওয়া মাত্রই কুঠার ও বটি নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। তার শোর চিৎকারে বাড়ির বাকী সদস্যরা বের হওয়ার সাথে সাথে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়।
নিহত বাবুকে পালংখালীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঘটনা শুনে হোয়াইক্যং পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নাজমুলসহ পুলিশের একটি প্রধিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
হোয়াইক্যং পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নাজমুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি হোয়াইক্যং ফাড়ির পুলিশ হেফাজতে রয়েছ।