শিশুকে কাঁদালো, মাকে হাসালো...
এ যেন থ্রি ইডিয়টস ছবির শেষ দৃশ্যপট। নানা নাটকীয়তায় ভূমিষ্ট হয় শিশুটি। কিন্তু কান্না করছিল না। ঘরোয়া চিকিৎসায় সফল না হওয়ায় ডাক্তারের শরণাপন্ন হতে হয়। কিন্তু লকডাউনে তারা গাড়িও পাচ্ছিলেন না। শেষে আমাদের ফোন করলে আমাদের গাড়িতেই হাসপাতালে নিই। ডাক্তারদের আন্তরিক প্রচেষ্টায় শেষে কেঁদে উঠে শিশুটি, হাসি ফুটে মায়ের মুখে, হাসি ফুটে এস আই ইকবাল হোসেন ভূইয়ার মুখেও। গভীর রাত থেকে ভোর পর্যন্ত, হাসপাতাল, ডাক্তার, আইসিইউ, ফার্মেসি পর্যন্ত ছুটোছুটিও করেছে সে নিজেই।