ডিএমপির পুলিশ পরিদর্শক রাজু আহম্মেদ করোনাযুদ্ধের ১৩ তম বলিদান
চলমান করোনা যুদ্ধে বাংলাদেশ পুলিশের ১৩ তম বলিদান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক রাজু আহম্মেদ।
জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ভাইরাস আক্রান্ত হয়ে রবিবার সকাল ১০:০০ টায় মৃত্যুর মিছিলে যুক্ত হওয়া বীর যোদ্ধার বয়স মাত্র ৪৩ বছর।
পুলিশ পরিদর্শক রাজু আহম্মেদ ঢাকা মেট্টোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে কর্মরত ছিলেন।
এই মেধাবী কর্মকর্তার অকাল প্রয়াণে জাতি আরো একজন দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তাকে হারালো।
পরিদর্শক রাজু আহম্মেদ সহ চলমান করোনা যুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৩ জন দেশপ্রেমিক ও অকুতোভয় সদস্য শাহাদাতবরণ করলেন।
তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর।
আমরা এই বীর পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।