সেনবাগে করোনায় বৃদ্ধের মৃত্যু, শনাক্ত ৩জন
এফ এম রিপন,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল মান্নান মনু (৬১) নামের এক ব্যক্তি মারা গেছেন। আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে হোম আইসোলেশনে আছেন তার ছেলে (২৮) এবং ডমুরুয়া ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৫০) ও ছবুরা বেগম (৪১), তারা দুই জনই স্বামী- স্ত্রী। জাহাঙ্গীর চট্রগ্রামে ব্যবসা করেন ও কিছু দিন আগে তারা গ্রামের বাড়ীতে এসেছেন বলে জানা যায়।
২৯ মে শুক্রবার বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান।তিনি বলেন, করোনা উপসর্গ থাকায় গত ২৬ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান পূর্ব ছাতারপাইয়া গ্রামের বাসিন্দা মান্নান ও তার ছেলে। পরবর্তীতে তাদের নমুনা পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়। ২৮ মে সকালে আসা নমুনা তাদের ২জনের করোনা শনাক্ত হয়। হোম আইসোলেশনে থাকা অবস্থায় ওই রাতেই তিনি মারা যান। আক্রান্ত উনার ছেলে বর্তমানে নিজ বাড়ীতে হোম আইসোলেশনে আছেন। এনিয়ে উপজেলায় করোনায় মারা গেছেন ২জন। শনাক্ত হলেন ২৬ জন।