সিকিমে তুষারধসে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার উত্তর সিকিমের লগুনাক অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন সৈনিক। কর্মকর্তাদের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।
তুষারধসের কবলে পড়া ১৮ সদস্যের একটি দলের সদস্য ছিলেন নিহত ওই সেনা কর্মকর্তা ও সৈনিক।
টহলের পাশাপাশি বরফ পরিষ্কার করতে তাদের সেখানে পাঠানো হয়েছিল।
টহলের পাশাপাশি বরফ পরিষ্কার করতে তাদের সেখানে পাঠানো হয়েছিল।
সেখানেই তুষারধসে লেফটেন্যান্ট কর্নেল রবার্ট টিএ ও সৈনিক সাপালা শানমুখা রাও বরফের নিচে চাপা পড়েন।
ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা বলেন, উদ্ধার দল ও স্থানীয়দের সর্বোচ্চ চেষ্টার পরও রবার্ট ও সাপালাকে বাঁচানো যায়নি।
ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা বলেন, উদ্ধার দল ও স্থানীয়দের সর্বোচ্চ চেষ্টার পরও রবার্ট ও সাপালাকে বাঁচানো যায়নি।