হিজরা সম্প্রদায়ের পাশে সিএমপি
বন্দর নগরীর সুবিধাবঞ্চিত হিজরা সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অদ্য ১৮/০৫/২০২০খ্রিঃ ১৩ঃ০০ ঘটিকায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন স্মরণিকা কমিউনিটি সেন্টারে সিএমপির দক্ষিণ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্প্রদায়ের ২৫০ জন মানুষের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ মহোদয়। নব জাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ফাল্গুনী হিজড়ার মাধ্যমে এসময় ২০ জনের হাতে ত্রাণ সহায়তা তুলে দেয়া হয় এবং অবশিষ্টদের বাড়ী বাড়ী গিয়ে ত্রান সহায়তা পৌঁছে দেয়া হবে।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শাহ মোঃ আব্দুর রউফ ও অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, জনাব মোহাম্মদ মহসিন পিপিএম উপস্থিত ছিলেন।