ভোলায় নতুন করে ১১জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত;এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৯ জন।
ভোলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে।জেলাস্বাস্থ্য বিভাগ ভোলা এ তথ্য নিশ্চিত করেন।
তবে আক্রান্তের সারিতে ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আকনও রয়েছেন।
চরফ্যাশনের স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়;করোনা ভাইরাসে আক্রান্ত উপজেলা চেয়ারম্যান বর্তমানে ঢাকায় তার বাসায় অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা এখনো মোটামুটি ভালো রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় আরো ৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৩৫৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠনো হলো। এর মধ্যে ৩২২১ জনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বর্তমানে রয়েছে ৩৬৭ জন।
অপরদিকে গত ২৪ ঘন্টায় আরো ৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। এ নিয়ে ২৫০৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এ পর্যন্ত পজেটিভ এসেছে ৮৬ জনের। সুস্থ্য হয়েছে ২৬ জন ও মারা গেছেন ২ জন।