উখিয়া থিমছড়িতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
উখিয়া থিমছড়িতে বজ্রপাতে নুরুল হক নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের থিমছড়ি গ্রামের মুফিজুর রহমান প্রকাশ মধু মিয়ার ছেলে।
০৪ জুন দুপুর ১১:১৫ দিকে ব্রিকফিল্ড থেকে বাড়িতে আসার পথে।হঠাৎ প্রচণ্ড ঝড় বাতাসের কবলে পড়েন তিনি। সেই সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়। আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় এবং উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল হক পেশাগত কৃষিকাজ করতো। কিছুদিন হচ্ছে পাশের ব্রিকফিল্ড ভাটাই কাজ করে।আজকে সকালে ব্রিকফিল্ড থেকে কাজ শেষ করে আসার পথে আচমকা বজ্রপাতে মারা যান।
এ ঘটনায় আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নামে। তবে এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।