ফেনীর দাগনভূঞা উপজেলায় জীবানুনাশক স্প্রে টানেল স্থাপিত!!
এফ এম শাহ রিপন,স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস থেকে জীবানু মুক্ত রাখতে ফেনী জেলার দাগনভূঞা বাজারের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে ৩১মে রবিবার দুপুরে জীবানুনাশক স্প্রে টানেল পয়েন্ট স্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনী।
কুমিল্লা সেনা নিবাসের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মোস্তফার নেতৃত্বে সেনা সদস্যরা জীবানুনাশক স্প্রে টানেল পয়েন্ট স্থাপন করেন।