উখিয়া মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কোটবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহর দান ক্রোকারিজের মালিক!!!
গুরামিয়া গ্যারেজের এক সিএনজি চালকের হারিয়ে যাওয়া। নগত তিন হাজার পাঁচশত টাকা, বিভিন্ন প্রয়োজনীয় ঢকুমেন্ট সহ মানিব্যাগ কুড়িয়ে পাওয়ার পর ফোন করে ফিরিয়ে দিলেন। কোটবাজারের আল্লাহর দান ক্রোকারিজের মালিক রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, আমি দুপুরে দোকান বন্ধ করে কোটবাজার থেকে বাড়িতে যাওয়ার পথে রামু রোড়ে মানিব্যাগটা দেখতে পাই। পরে মানিব্যাগ খুলে দেখি ওখানে নগত তিন হাজার পাঁচশত টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ ঢকুমেন্ট এবং একটা মোবাইল নাম্বার দেখতে পাই সঙ্গে সঙ্গে আমি ঐ নাম্বারে ফোন করে জানতে পারি মানিব্যাগটা সিএনজি চালক মোহাম্মদ হারুনোর রশিদ পরে ঐ সিএনজি চালককে মরিচ্চা বড়ডেবা দোকানে আসতে বলি সঙ্গে সঙ্গে ও এসে মানিব্যাগটা নিয়ে যাই।
হারুন রশিদ জানায়, যে ও রামু থেকে গাড়ি নিয়ে আসার সময় ওর মানিব্যাগটা পড়ে যাই। মানিব্যাগ পেয়ে সে অনেক খুশি হারুন রশিদ মনে করে যে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে।
জয় হোক মানবতার।