হাটহাজারীতে সরকারি বস্তা থেকে ওএমএস এর চাল দোকানের বস্তায় ভরার সময় ৩০ বস্তা চাল জব্দ।
চট্টগ্রামের হাটহাজারীতে সরকার দ্বারা দুস্থ এবং নিম্নবিত্তদের জন্য বরাদ্দকৃত ও এম এস এর চাল রেখে নিম্ন মানের সাধারণ চাল দিয়ে ওএমএস এর চালগুলো বাজারের বস্তায় ভরার সময়ে আরো ৩০ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৯-০৬-২০ ইং তারিখে এক ঝটিকা অভিযানের মাধ্যমে হাটহাজারী উপজেলার জন্য বরাদ্দকৃত ৬৭ বস্তা চাল উদ্ধার করেছিলো হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। সেই চলমান অভিযানের মাধ্যমে আজ ২০-০৬-২০ ইং তারিখেও ৩০ বস্তা চাল উদ্ধার করলো প্রশাসন।
জানা যায়, ওএমএস এর চাল গুলোর বাজার মূল্য হলো ৪০/৪২ টাকা (উন্নত মানের)। আর চোরাকারবারীরা এগুলো পরিবর্তন করে যে মোটা চাল সরকারি বস্তায় দেয়া হচ্ছে সেগুলোর বাজার মূল্য ৩৫ টাকা (নিম্নমানের)।