উখিয়া মৌলভী পাড়া ৪২০ কৃষক পরিবারকে ধান বিতরণ
অদ্য ২৩/০৬/২০২০ইং তারিখে ৩ নং হলদিয়া পালং মৌলভী পাড়া ৬ নং ওয়ার্ড়ের ৪২০ পরিবারকে ১০ কেজি করে ধান বিতরণ করা হয়।
নুরুল ইসলাম নামে একজন কৃষক বলেন,আমি DAE-FAO Joint Aman Rice Seed Distribution To Farmers কাছে কৃতজ্ঞ, তিনি ধান গুলো ভালো ভাবে পরিচর্যা করে উপকৃত হতে পারবে,এবং সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবে,এতে কৃষকরা অনেক খুশি হন।
এ সময় উপস্তিত ছিলেন ইউপি সদস্য জনাব শামশুল আলাম, c.s.p জনাব সাইমুন জাহান, জনাব হাফেজ মাহবুল আলম, জনাব হাজী ছৈদয় আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।