বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক :রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে আরেকটি লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
ডুবে যাওয়া লঞ্চটির নাম ‘মর্নিং বার্ড’। এটি মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসছিলো। এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন। তবে লঞ্চের ভেতরেই আটকা পড়ে থাকতে পারেন অনেকে। স্থানীয়রা জানান, মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। bd24live