প্রেস বিজ্ঞপ্তি:
১২ অক্টোবর গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সফলতার ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম কালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এম ওসমান গনি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা এড. ফরিদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হক সোহেল, সদর উপজেলা আহবায়ক মোঃ আবদুল্লাহ শহিদুল ইসলাম বাবুল, বিকাশ চন্দ্র দে, নাছির উদ্দীন মাহমুদ, সেলিম বিল্ডার, জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন হবে। সেই কমিশনের মাধ্যমে সংবিধানে ভিতরেই জননেত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের গঠনের নামে আবারও আগুন সন্ত্রাস নাশকতা করলে দেশের শ্রমজীবী মেহনতী জনতাসহ সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্নজুড়ে ছিলো মেহনতী মানুষের ভাগ্য উন্নয়ন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার গার্মেন্টস শ্রমিকদের বেতন দেড় হাজার টাকা থেকে ন্যুনতম নয় হাজার টাকা নির্ধারণ করেছে। মধ্যেও আয়ের দেশ থেকে ২০৪১সালের মধ্যে সুখী সমৃদ্ধ উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ক্রীড়া সম্পাদক সিরাজুল করিম, মৎস্যজীবী শ্রমিক লীগ সভাপতি খোরশেদ আলম, নজিবুল আলম বাবু, ফজল করিম, রফিকুল ইসলাম রাকিব, সহ অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভার আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।