নিউজ ডেস্ক ::
কক্সবাজারের উখিয়ায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ১জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে হিজলিয়া এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থল থেকে ইমরান খান নামে জানিয়েছেন, উখিয়ামুখী চট্টমেট্টো-ট-১১-৩৮৮৮ নাম্বারের রড বাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুগাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গাছ ভেঙ্গে গাড়ীর উপর চাপা পড়ে চালকের আসনে থাকা হেলপার ঘটনাস্থলে নিহত হয়। পাশে থাকা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গাছ গাড়ী কেটে হতাহতদের উদ্ধার করে উখিয়া ফায়ার সার্ভিস কর্মীরা।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।