নিউজ ডেস্ক :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপি',র ৫০ বছর পূর্তি উদযাপন করেছে।
মহেশখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সিপিপির দূর্যোগ প্রশমন দিবস, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় উপজেলা চত্বরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপি',র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক র্যালী হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় বাসা-বাড়িতে আগুন লাগলে কিভাবে নিভানো হয় তা ফায়ারসার্ভিসে কর্মীদের মাধ্যমে দেখানো হয়েছে।
পরে উপজেলা হল রুমে আলোচনা সভায় দুর্যোগ মোকাবেলায় ও সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম , মৎস কর্মকর্তা আব্দুর রহমান,মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই,সমবায় কর্মকর্তা গোলম মাসুদ কুতুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম।
মহেশখালী পাহাড়ের নিকটে বসবাস,পাহাড় কাটা,অতিবৃষ্টি কারণে পাহাড় ধস নতুন করে দুর্যোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও ব্রজপাত, সাইক্লোনে কিভাবে প্রাণহানী কমানো যায় তা নিয়ে সিপিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।