প্রেস বিজ্ঞপ্তি।
------------------------------------------------------------------------------------
বাংলাদেশ বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এর পরিচালক ( সিনিয়র জেলা ও দায়রা জজ) জনাব এম জি কিবরিয়া মহোদয়ের উপস্থিতিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী'র সার্বিক ব্যবস্থাপনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী, চট্টগ্রামের কর্মরত কর্মকর্তা ও সহায়ক কর্মচারীদের ২০২০-২১ সনে করোনাকালীন সময়ে কাজের স্বীকৃতি সরূপ ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়েছে।
এসময় সর্বাধিক মামলার রায় প্রদানকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব জিহান সানজিদা, সর্বাধিক মামলার সাক্ষ্য গ্রহনকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পটিয়া চৌকি আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব বিশ্বেশ্বর সিংহ , সর্বাধিক মামলা নিষ্পত্তিকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এবং সর্বাধিক মামলার সাক্ষী হাজিরকারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী জনাব মোঃ জয়নুল আবেদীনকে বিশেষ সম্মাননা পুরুষ্কার প্রদান করা হয়।
একই সাথে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী, চট্টগ্রামের বিদায়ী অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বর্তমানে- সি এম এম, চট্টগ্রাম) জনাব মোঃ রবিউল আলম এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শিপলু কুমার দে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব রবিউল আলম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা ইয়াসমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যথাক্রমে জনাব কৌশিক আহমেদ খোন্দকার, মোঃ হেলাল উদ্দিন, মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, বেগম আঞ্জুমান আরা, মিসেস জয়ন্তী রানী রায়, বেগম জিহান সানজিদা, আদালতের নাজির মোহাম্মদ আবু তাহের, তুলনা সহকারী লুৎফর রহমান, বেঞ্চ সহকারী মোঃ জয়নুল আবেদীন, মোঃ নাজিম উদ্দীন, মোঃ নজরুল ইসলাম, জুডিসিয়াল পেশকার প্রাসাদ চাকমা, প্রসেস সার্ভার এম এ হাসান, আবদুল আলী, মহিউদ্দিন আলম, আনোয়ার হোসেন, অফিস সহায়ক আবদুল সাত্তার, ছোটন বড়ুয়া প্রমূখ।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।