নিউজ ডেস্ক ::
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬ ষ্ট পর্যায়ের সাক্ষ্য শুরু হয়েছে। ৩৬ তম সাক্ষী এসআই আমিনুল ইসলাম এর সাক্ষ্য শুরুর মধ্য দিয়ে সোমবার সকাল সাড়ে ১০ টায় জেল ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতের কার্যক্রম শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, আজ নিহত মেজর সিনহার সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী পুলিশের এসআই আমিনুল ইসলামকে ৩৬ তম সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করবেন। আজ ১০ থেকে ১৫ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
গত ১২ অক্টোবর ৫ম পর্যায়ের সাক্ষীর শেষ দিনে রাস্ট্র পক্ষের আইনজীবি অভিযোগ করছিলেন, কালক্ষেপনের অংশ হিসেবে মামলার দুই নম্বর স্বাক্ষী সাহেদুল ইসলাম সিফাতকে রিকল করার জন্য আদালতে আবেদন করে আসামি পক্ষের আইনজীবীরা।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
Dainik Coxsbazar
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।