নিউজ ডেস্ক:
নগরীর চান্দগাঁও এলাকায় পারিবারিক কলহের কারণে নিজের ছয় মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করলেন পিতা মো. আব্বাস মিয়া (২২)।
এ ঘটনায় চান্দগাঁও থানায় স্ত্রী সালমা আক্তারের অভিযোগের ভিত্তিতে শিশুটিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, গত সোমবার রাতে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় স্বামী আব্বাস মিয়া। সারারাত খোলা আকাশের নিচে কাটিয়েছে স্ত্রী। পরে ভোরের আগেই সন্তানকে নিয়ে বিক্রি করে দেয়া হয়।
এবিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান বলেন, ‘স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বাচ্চাটি উদ্ধার করা হয়েছে এবং স্বামীকে গ্রেফতার করা হয়।’
তিনি বলেন, ‘রিকশা চালক আব্বাস স্ত্রী সন্তান নিয়ে চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় এলাকায় থাকে। গত কয়েক দিন ধরে নিজেদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত মঙ্গলবার সকালে আব্বাস তার স্ত্রীর অজান্তে ছয় মাসের শিশুকে এক দম্পতির কাছে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। পরে স্ত্রী থানায় অভিযোগ করলে বুধবার সকালে দোহাজারী এলাকা থেকে আব্বাসকে গ্রেফতার করে সন্তানকে উদ্ধার করা হয়।’
নাগর নিউজ
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।