সোহাগ আবদুল্লাহ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে ভর্তি যুদ্ধ শুরু হলো আজকে।এতে একেকটি আসনের বিপরীতে লড়তে আসছে দেশের আনাচে-কানাচে থেকে শত-শত মেধাবী শিক্ষার্থী।এতে কক্সবাজারের টেকনাফ থেকে আগত ভর্তি যুদ্ধে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সকল সহযোগিতায় মাঠে নেমেছে টেকনাফের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব টেকনাফ (চুসাট)।এদের সার্ভিসে থাকছে পরীক্ষার্থীদের বরণ,সকালের নাস্তা, পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া,প্রয়োজনীয় তথ্য প্রদান,দুপুরের খাবার,পরীক্ষা শেষে শহরে আনা,রেজাল্ট কালেকশন ইত্যাদি।
আজ সকাল ৮ টার সময় চিটাগাং শপিং কমপ্লেক্স এ চুসাটের ভর্তি প্রোগ্রাম উদ্বোধন করেন চুসাটের উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.মমতাজ কাদেরী,চুসাটের সাবেক সভাপতি রবিউল হোসাইন,সাবেক চুসাটিয়ান এবং পরীক্ষার্থীদের অভিভাবকগন।
এই বিষয়ে কথা বলতে চাইলে চুসাটের সভাপতি সাইফুল্লাহ মানসুর বলেন,আমরা পরীক্ষার্থীদের জন্য পূর্ন পরিকল্পনা নিয়ে আমাদের কাজ আরম্ভ করেছি।সবার সহযোগীতা পেলে আমরা সফল হবো ইন শা আল্লাহ। চুসাটের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন,এলাকার ছোট ভাই-বোনদের সকল সেবা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।