নিজস্ব প্রতিবেদক :
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডে ভোট কারচুপির প্রতিবাদ ও পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্য(পুরুষ ও মহিলা) প্রার্থীরা।
শুক্রবার(১৯ নভেম্বর) বিকেলে উত্তর বড়বিল স্টেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন,ভোটের দিন ৩নং ওয়ার্ড উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার জালাল আহমদের নেতৃত্বে ভোট কারচুপির মাধ্যমে তালা প্রতীকের ইউপি সদস্য প্রার্থী বর্তমান ইউপি সদস্য হোসেন মোহাম্মদ মোক্তারকে জিতিয়ে দিয়েছে। প্রার্থীরা আরও বলেন, ২ ও ৩নং ওয়ার্ডে পুনঃনির্বাচন করে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য পরবর্তী সব পদক্ষেপ গ্রহণ করবো।
সূর্যমূখীফুল প্রতীক নিয়ে মহিলা প্রার্থী সেলিনা আক্তার, তালগাছ মার্কার মহিলা প্রার্থী জোসনারা বেগম মিনু, মাইক প্রতীক এর প্রার্থী মনোয়ারা বেগম এবং ৩নং ওয়ার্ডে মেম্বার পদে ফুটবল প্রতীক প্রার্থী সাকের আলী এবং মোরগ মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পুনরায় নির্বাচনের দাবী করেন
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।