এইচ এম আহমদ শোয়াইব
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কালারমার ছড়াই সর্বত্র চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। পিছিয়ে নেই ৫নাম্বার ওয়র্ডের মেম্বার প্রার্থী ত্রুীবিদ ফারুক । তাই তিনি নিজের অবস্থান আরো মজবুত করার লক্ষ্যে নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সমাজিক যোগাযোগের মাধ্যমে মতবিনিময়, ও ভোট প্রার্থনা করছেন! ৫ নাম্বার ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব উমর ফারুক একজন এলাকার সৎ ও ত্রুীড়াবিদ আদর্শবান ব্যাক্তি হিসেবে ভিবিন্ন মহলের কাছে পরিচিত লাভ করেন সাথে তিনি এলাকার ত্রুীড়া জগতের অন্যতম STR JUN এর সভাপতির দায়িত্বরত আছেন।এবং ঝাপুয়া এবং চিকনী পাড়ার জনগণ থেকে তিনি সকলের কাছে দুআ চেয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।