নিউজ ডেস্ক :
কক্সবাজার সমুদ্র সৈকতের পশ্চিম আকাশে সূর্য যখন লাল বৃত্ত ধারণ করে তখন সবাই অনুভব করেন এটি বছরের শেষ সূর্যাস্ত। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে একটি বছর। তাই লাল বৃত্তের সূর্য এবং উত্তাল সমুদ্রকে ঘিরে সৈকত জুড়ে সমবেত হয়েছিলেন প্রায় আড়াই লক্ষাধিক মানুষ।
তারা সবাই সমুদ্র সৈকতে ২০২১ সালের শেষ সূর্যাস্ত দেখতে আসেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কেউ একজন চিৎকার করে বলে ওঠেন ‘বিদায় ২০২১। তার ওই চিৎকারের সঙ্গে তাল মেলায় অসংখ্য কণ্ঠ।
এদিকে এবার কক্সবাজার সমুদ্র সৈকতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো অনুষ্ঠান না থাকায় বিগত বছরগুলোর তুলনায় পর্যটক সমাগম কম হয়েছে।
রাজধানী ঢাকা থেকে আসা পর্যটক মাহমুদ (২৫) ঢাকা পোস্টকে জানান, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একটি বছরকে বিদায় জানানো তার কাছে স্মৃতিময়। সমুদ্রের বিশালতায় পুরোনো সব গ্লানি মুছে নতুনকে গ্রহণের শপথ নিলেন তিনি।
পর্যটক সমাগম কম হওয়ার বিষয়ে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার ঢাকা পোস্টকে বলেন, বাস্তবে কক্সবাজারে কিন্তু পর্যটকদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। সম্প্রতি যেটি ঘটেছে এটি বিচ্ছিন্ন একটি ঘটনা। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তিনি বলেন, সম্প্রতি খাবারের দাম বেশি নেওয়া এবং ধর্ষণ এ দুটি ঘটনায় কক্সবাজারের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।
ukhiya news
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।