রাশেদ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারন আসনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণকে নিয়ে নির্বাচনী আচরন বিধি ও আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।
রাজারহাট উপজেলা পরিষদের আয়োজনে শনিবার ১১ ডিসেম্বর রাজারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজাউল করিম
বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায় জেলা নির্বাচন অফিসার সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) রাজু সরকার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা প্রমূখ।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।