নিউজ ডেস্ক :
কক্সবাজার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক ব্যবসায়ীর স্ত্রী তার দুই শিশু সন্তানকে বিষ পানে হত্যা করে নিজে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে করেছে৷
বুধবার (২২ ডিসেম্বর )বিকাল ৩ টার দিকে ইসলামপুর (৩ নং ওয়ার্ড )কৌলাশের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে ৷
জানা যায়,বর্নিত এলাকার আজিজুল হকের ছেলে ব্যবসায়ী শহিদুল ইসলামের অনুপস্থিতিতে তার স্ত্রী নিশান ঘটনার দিন মেয়ে জেরিন( ৫)ও ছেলে জাবিন (৩)কে বিষ পান করিয়ে মেরে ফেলে এবং পরে সিলিং ফ্যানের সাথে উড়না ফেসিয়ে আত্নহত্যা করেন বলে উপস্থিত লোকজনের ধারনা ।
স্বামী শহিদুল হক একজন লবণ ব্যবসায়ী৷ ব্যবসায়ীক কাজে মহেশখালীতে অবস্থান করছিল
ঘটনা শুনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে ৷
এ ব্যাপারে ইসলামপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেম্বার আবদু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনা স্থলে রয়েছেন বলে জানান।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান,পুলিশ ঘটনাস্থলে রয়েছে৷ আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে৷ আশাকরি প্রকৃত ঘটনা জনসম্মুখে আনা যাবে।
একের পর এক হত্যা ,খূনের ঘটনায় এলাকার লোকজন নিরাপত্তা হীনতায় রয়েছে বলে জানান এলাকাবাসী।।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।