নিউজ ডেস্ক :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারো ভয়াবহ অগ্নিকান্ডে
প্রায় ১২০০ ঘর ভস্মিভূত হয়েছে। গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে। এ রিপোর্ট লেখাকালীন সন্ধ্যা ৭টা পর্যন্ত হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।
রোববার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শফিউল্লাহকাটা ক্যাম্প-১৬ তে এ ঘটনা ঘটেছে।
৮-এপিবিএন জানিয়েছেন, এফডিএমএন ক্যাম্প-১৬ এর বি/১ ব্লকের মোহাম্মদ আলী(৩৫) এর ঘর হতে গ্যাসের চুলার মাধ্যমে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।
পরে আগুন ওই ক্যাম্পের ব্লক-বি ও ব্লক-সি এলাকায় ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডের খবরে ৮ এপিবিএন এর অফিসার ফোর্স এবং ফায়ার সার্ভিস এর সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।