অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে করোনা পরিস্থিতি বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে চলে আসবে। গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সেজন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে যে ১১ দফা বিধি-নিষেধ, তা সবাইকে মেনে চলতে হবে। আমরা আগেও বিধি-নিষেধ দিয়েছি, এগুলো কার্যকরের চেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে, সেজন্য এ সিদ্ধান্ত। পরিবার, দেশ ও নিজের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে।’
নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের, এ কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা চাইব, তারা যেন আরও নজরদারি বাড়ান। জনগণের দায়িত্ব আরও বেশি। নিজেদের সুরক্ষায় বিধি-নিষেধ মানতে হবে। সরকারের একার পক্ষে করোনা পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়।’
risingbd
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।