নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) সদস্যরা অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ মো. আব্দুল্লাহ প্রকাশ মোচনী (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
আটক মো. আব্দুল্লাহ ওই ইউনিয়নের দমদমিয়া ন্যাচারী পার্ক এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ( ল’ এন্ড মিডিয়া ) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নস্থ জাদিমুড়া পশ্চিমপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে মো. আব্দুল্লাহ প্রকাশ মোচনী (২৫) কে আটক করতে সক্ষম হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে হাতে থাকা ব্যাগের ভিতর থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।