র্যাব-১৫ সদস্যদের অভিযানে টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকার মাদক কারবারী সিদ্দিক র্যাবের হাতে আটক হয়েছে।
এসময় তার কাছ থেকে ১০ হাজার,২,৫০ পিস ইয়াবাও উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
৯ ফেব্রুয়ারি (বুধবার)
সকালে অভিযানটির সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ কর্মরত সহকারী পুলিশ সুপার মো:বিল্লাল উদ্দিন জানান,টেকনাফের হোয়াইক্যং র্যাব-১৫ ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের একটি দল ৯ ফেব্রুয়ারী দিবাগত রাতে টেকনাফ পৌরসভা কলেজপাড়া হাইস্কুল গেইট এলাকা থেকে ইয়াবা ভর্তী একটি শপিং ব্যাগসহ
পৌরসভা ৫নং ওয়ার্ড এলাকার নুর সালাম’র পুত্র মো:সিদ্দিক (৪০)কে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজার জার্নাল
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।