কক্সবাজর কলাতলী এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদ ও ১৬ ক্যান বিদেশী বিয়ারসহ ফাতেমা (৩০) নামে একজন মহিলা মাদক কারবারীকে আটক করেছে।
র্যাব জানিয়েছে- কক্সবাজার পৌরসভাস্থ ১২নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলী এলাকায় ভাড়া বাসায় একজন মহিলা গোপেনে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল শনিবার (১২ মার্চ) দিবাগত রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে ফাতেমাকে আটক করা হয়েছে। ফাতেমা টেকনাফ বুদাবিল, ৬ নং ওয়ার্ড এলাকার এখলাছ মিয়ার স্ত্রী।
বর্তমানে দক্ষিন কলাতলী (সেলিমের বাড়ী), কক্সবাজার পৌরসভা, ১২নং ওয়ার্ড, এলাকায় বসবাস করে। ধৃত মহিলার দেখানো মতে তার বসত ঘরের দক্ষিন পশ্চিম কোণ হতে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৪০ বোতল বিদেশী মদ ও ১৬ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
শনিবার দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো.বিল্লাল উদ্দিন।
দৈনিক উখিয়া নিউজ
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।