উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ৮হাজার ৮শত পিস ইয়াবাসহ ১জনকে আটক করেছে।
আজ ২০ই (রবিবার) মার্চ-২২ইং কক্সবাজার র্যাব-১৫’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং হিন্দুপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১৫.৩০ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে মোহাম্মদ আয়াস (২৮) (রোহিঙ্গা), পিতা- মৃত মীর আহম্মদ, মাতা- মৃত বিলকিস, সাং- ব্লক- ডি১৪, ক্যাম্প-০৩, ইউপি- পালংখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তিদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৮,৮০০ (আট হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Palong TV
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।