কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ৫০হাজার ইয়াবাসহ ১জনকে আটক করেছে।
গত কাল ২১ই মার্চ (সোমবার)-২০২২ইং কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজারের উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউপিস্থ রুমখাঁ মনি মার্কেট সংলগ্ন খালপাড় এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে উক্ত এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে গোলাম মহিউদ্দিন (প্রকাশ মামুন) (৩৯), একই সাথে আরো দুই ব্যক্তি ২। কলিমুল্লাহ (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-লম্বুরী পাড়া, ইউপি-জালিয়াপালং। আরেক জন রুমখামনি মার্কেট এলাকার ফজল করিমের ছেলে রায়হান (২৫)রা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে জানায় যে, সে পলাতক ব্যক্তিদের যোগসাজশে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিলো। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও আশপাশ তল্লাশী করে তার দোকানের পিছনে মাটিতে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন।
Palong TV
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।