টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ৬হাজার ২শত পিস ইয়াবাসহ ১জন আটক করেছে।
আজ ২৩ই মার্চ (বোধবার)-২২ইং কক্সবাজার র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬:০৫ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে পশ্চিম সাতঘড়িয়াপাড়ার মৃত মনুমিয়ার ছেলে মোঃ রেদওয়ান (২০)কে ধৃত করে।
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৬,২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করিয়া আসছে বলে জানিয়েছেন র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Palong TV
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।