এইচ এ আহমেদ শোয়াইব প্রতিনিধি কক্সবাজার
মহেশখালীতে কালামার ছাড়া এবং বড় মহেশখালী ইউপি নির্বাচন কে ঘিরে জনমনে আতঙ্ক। রাজনৈতিক ব্যাক্তিরা মনে করেন ইভিএম,র অপর নাম বেঈমানি।
তাই জনগণের মনে অসন্তোষ দেখা দিয়েছে!
আগামী ১৫,ই জুন অবাধ নিরপেক্ষ নির্বাচন কে সামনে রেখে,আগে থেকে কালারমার ছাড়া ইউপিতে নির্বাচনে প্রস্তুতি চল ছিলো। তার ধারা বাহিকতায় আজ নির্বাচন কমিশনার দু,টি ইউপি পরিষদে তাফসিল ঘোষণা করাই, ভিবিন্ন পক্রিয়া সৃষ্টি হয়েছে জনগনের মনে।
কেউ কেউ মনে করেন ইভিএম ভোট আগেও সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই,এবং ফলে এবারও হবে না বলে ধারণা করছেন ওয়ার্ড ভিত্তিক ভিবিন্ন নেতা কর্মী রা।
তারা মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে,দুটি ইউনিয়নে আওয়ামীলীগের পার্থীরা পরাজয় হবেন বলে মনে করেন রাজনৈতিক নেতারা।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।