bdccrimebarta
কক্সবাজার জেলার সদর থানাধীন এসএমপাড়া এলাকায় র্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ একজন গ্রেফতার।র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ০৬ নং ওয়ার্ডস্থ আলীর জাহাল পশ্চিম এসএমপাড়া সাকিস্থ জনৈক গিয়াস উদ্দিন এর মালিকাধীন মিনহাজুল আবেদীন রকি (৩২) এর ভাড়া বাসায় অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ২৮/০৪/২০২২ খ্রিঃ
আনুমানিক ১৫.১৫ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছে *মিনহাজুল আবেদীন রকি (৩২), পিতা- মৃত শফিকুর রহমান @শফিক্কা চোরা, সাং-দক্ষিণ রোমালিয়ারছড়া (পিটি স্কুলের পাশে), ০৭ নং ওয়ার্ড, বর্তমানে- আলীর জাহাল পশ্চিম এসএমপাড়া সাকিস্থ জনৈক গিয়াস উদ্দিন এর মালিকাধীন রাজ ম্যানশন নামক বিল্ডিং এর ৪র্থ তলা, ০৬ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- সদর, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করে এবং জেসমিন আক্তার (২৫), পিতা-মৃত শফিকুর রহমান শফিক্কা চোরা, সাং-দক্ষিণ রোমালিয়ারছড়া (পিটি স্কুলের পাশে), ০৭ নং ওয়ার্ড, বর্তমানে- আলীর জাহাল পশ্চিম এসএমপাড়া সাকিস্থ জনৈক গিয়াস উদ্দিন এর মালিকাধীন রাজ ম্যানশন নামক বিল্ডিং এর ৪র্থ তলা, ০৬ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- সদর, জেলা- কক্সবাজার; ৩। সরোয়ার কামাল (৩০), পিতা- মৃত আলী আহম্মদ, ঠিকানা- অজ্ঞাত পালিয়ে যায়।
ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির ভাড়া বাসার টয়লেটের ছাদের উপর রক্ষিত কালো শপিং ব্যাগ দ্বারা মোড়ানো অবস্থায় ০১ টি ওয়ানশুটারগান ও ০২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।