চন্দন দে (বিশেষ প্রতিনিধি): গত ২০ শে মে শুক্রবার চট্টগ্রামের বাঁশখালীতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের অধীনে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, আনোয়ারা, ফুলতলা, চন্দনাইশ, উপকূল (বাঁশখালীর), মাতামুহুরী উন্নয়ন এলাকার অধীনস্ত সকল সাব অফিস গুলোর অংশগ্রহণে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হলো প্রশিকা'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাক-বার্ষিক পরিকল্পনার প্রস্তুতি সভা।
এই আয়োজনের মূল আর্কষণ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় উপ -পরিচালক জনাব রফিকুল কাশেম। এছাড়াও এই সভার সভাপতিত্ব করেন প্রশিকা বাঁশখালী উন্নয়ন এলাকার বিভাগীয় ব্যাবস্থাপক শ্রী সজল কুমার দেবনাথ এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিকা সাতকানিয়া উন্নয়ন এলাকার বিভাগীয় ব্যাবস্থাপক জনাব মোঃ আব্দুল হান্নান, প্রশিকা চকরিয়া উন্নয়ন এলাকার বিভাগীয় ব্যাবস্থাপক শ্রী অশোক কুমার সুর সহ অনান্য সকল উন্নয়ন এলাকার এলাকা ব্যাবস্থাপক, শাখা ব্যাবস্থাপক, হিসাবরক্ষক এবং কোষাধ্যক্ষ গণ।
উক্ত সভার প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র জন্ম থেকেই গণ মানুষের দারিদ্র্যতা দূর করার জন্য তাদের পাশে থেকেছে। এছাড়াও নারীর ক্ষমতায়ন সহ নারী নির্যাতন রুখতে তাদের আইনি সহযোগিতা প্রদান এবং নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। যার সফল বাস্তবায়নের মাধ্যমেই এই সমাজ হয়ে উঠবে নিরাপদ, আর্থিক ভাবে সচ্ছল এবং মানবিক।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।